জাহিদুল ইসলামের কবিতা- ‘মাথা উঁচু করে বাঁচার মানুষ কই’
কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ‘মাথা উঁচু করে বাঁচার মানুষ কই’। ২০১৯ সালে শান্তির খোঁজে কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন কবি জাহিদুল ইসলাম। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য কবিতাটি তুলে ধরা হলো-
মাথা উঁচু করে বাঁচার মানুষ কই
– জাহিদুল ইসলাম
এই শহরে অনেক দামী দামী গাড়ী দেখেছি-
শুধু দেখিনি গাড়ীর ভেতরে থাকা দামী কোন মানুষকে;
এই শহরে অনেক সুন্দর সুন্দর ভবন দেখেছি-
শুধু দেখিনি ভবনের ভেতরে থাকা সুন্দর মনের কোন মানুষকে;
এই শহরের অলিতে গলিতে বড়লোক দেখা যায়-
শুধু দেখা যায় না বড় মনের কোন মানুষকে;
যে যার মতন তেল মাখছে, চাটছে আর খাচ্ছে –
টাকার বস্তাগুলো বড় হচ্ছে – বড় হচ্ছে না শুধু মানুষগুলো!
মাঝে মাঝে ভাবি-
তবে কি মনের মানুষের চেয়ে ধনের মানুষেরাই বড়ো?
এই শহরে এখন আর নীতিবান মানুষগুলোর কোন মূল্য নেই-
কারণ তাদের না আছে টাকার পাহাড় না আছে আহার!
তারপরও, এই শহরে মানুষ বলতে তাদেরকেই বুঝি, তাদেরকেই দেখি;
ব্যক্তিত্ব আর মনুষ্যত্ব বিসর্জন দিয়ে
টাকার পাহাড় গড়া লোকেদের
আর যাই হোক মানুষ বলা যায় না,
তার চেয়ে আমার আহার ছাড়া মানুষগুলোই ভালো,
শত ঘাত-প্রতিঘাত আর বাধা বিপত্তি সামলে
একমাত্র তারাই কেবল মাথা উঁচু করে বাঁচতে পারে!
এই দেশের ৫৬ হাজার বর্গমাইলে আজ-
প্রতি বর্গ সেন্টিমিটারে টাকাওয়ালা মানুষ দেখি,শুধু দেখি না-
মাথা উঁচু করে বাঁচতে পারার মতন কোন মানুষকে!