জাহিন আলমের কবিতা ‘তিক্ততাময় অসুখ’

তরুণ উদীয়মান কবি জাহিন আলমের নতুন কবিতা তিক্ততাময় অসুখ প্রকাশিত হয়েছে। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রকাশিত হয়। কবিতাটিতে কবি তার তিক্ততাময় অসুখের কথা ব্যক্ত করেছেন। বিডিনিউজ ট্র্যাকার পাঠকের জন্য কবিতটাটি হুবুহু তুলে ধরা হলো-

তিক্ততায়ময় অসুখ
– জাহিন আলম


মদের গ্লাসে কষ্ট, স্লিপিং ট্যাবলেটে নিদ্রা,
কালো রিভালবার মধ্যরাতে ছাদ।
ভোর বেলাকার রেলগাড়ি,
সারিসারি বৈদ্যুতিক তার।

স্লিপিং টেবলেট খেয়ে অনায়াসে মরে যেতে পারি,
বক্ষে ঢোকানো যায় ঝকঝকে উজ্জ্বল তরবারি।
কপাল লক্ষ্য করে লাগে তোমার ছোড়া বুলেট,
ছাদ থেকে লাফ দেয়া যায়-
ধরা যায় ভোর বেলাকার রেলগাড়ি
অজস্র অস্ত্র আছে-
যে-কোনো একটি দিয়ে আত্মহত্যা করে যেতে পারে।

তোমার অন্তরে শয়তানের বাস,
তুমি নিজেই করো নিজেকে ধ্বংস।
সবাই ঠিক,
শুধু তুমি নর্দমায় ঠাঁই না পাওয়া আবর্জনা।

এবং রয়েছো তুমি,
সবচেয়ে বিষাক্ত অস্ত্র প্রিয়তমা মৃত্যুর ভগিনী,
তোমাকে ছুঁলে,
দেখলে এমনকি তোমার নাম শুনলে,
আমার ভেতরে লক্ষ লক্ষ আমি আত্মহত্যা করি।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here