ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের (টাঙ্গাইল) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

0
50

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে টাঙ্গাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরেরি একটি রেষ্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সভাপতি ও পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সাধারণ সম্পাদক শাহজালাল শাহী, সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান পল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, টাঙ্গাইলের পুলিশ প্রশাসন, বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।