ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক বাজেট সংলাপ-২০২২ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক বাজেট সংলাপ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট এন্ড পলিসি’র উদ্যোগে ‘প্রাক বাজেট সংলাপ ২০২২’ মঙ্গলবার ১৭ মে ২০২২ সকাল ১১.৪৫টায় অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সেন্টার অন বাজেট এন্ড পলিসি’র চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে প্রাক বাজেট সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

আলোচনা সভায় সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ও গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান আলোচনায় অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এর পরিচালক মাহমুদ আলম খবর নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer