ঢাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

0
1906

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী। বুধবার ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গত ১৬ মে সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের কাছে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ঢাবি শিক্ষার্থী রাকিবুল হাসান ও রাফায়েত তাকে যৌন হয়রানি করেন।

অভিযুক্ত রাকিবুল হাসান জাপানিজ স্টাডিজ বিভাগে পড়েন এবং বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। এ ছাড়া অপর আসামি রেফায়েত হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিভাগ সম্পর্কে জানা যায়নি। এর আগে গত ১৫ মে ঢাবির এক ছাত্রীও রকিবুল হাসানের বিরুদ্ধে প্রক্টর অফিসে যৌন হয়রানির বিষয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ওই শিক্ষার্থী বলেছেন, ‘৩ জন যুবক একটি মোটরসাইকেলে করে আমাদের কাছে আসে। তারা আমাদের সেখানে বসে থাকার কারণ জিজ্ঞেস করে। পরে আমাদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।’ ওই ছাত্রীকে শিখা চিরন্তনের পেছনে নিয়ে গিয়ে হয়রানি এবং তার বন্ধুদের মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ওই ছাত্রী চিৎকার শুরু করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। যোগাযোগ করা হলে ঢাবি ছাত্র রাকিবুল হাসান অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। সূত্র: দ্য ডেইলি স্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here