থানায় অভিযোগ করতে কোন টাকা লাগবে নাঃ ওসি মির্জাপুর

থানায় অভিযোগ করতে কিংবা চাকরির জন্য পুলিশি ভেরিফিকেশনের জন্য কোন টাকা লাগবে না। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত অফিসার ইন চার্জ মোহাম্মদ রিজাউল হক এমনটা জানিয়ে থানায় নেটিশ টানিয়েছেন। করোনাকালে বদলে যাওয়া পুলিশের এমন ইতিবাচক কাজের খবর পেয়ে বিডিনিউজ ট্রাকার কথা বলেন ওসি মোহাম্মদ রিজাউল হকের সাথে। এক বিবৃতিতে ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন পলিশ নিয়ে অনেকেরই ভ্রান্ত ধারণা চলমান। অনেক ক্ষেত্রেই পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়। এর দায় পুলিশের নয়। স্থানীয় জনসাধারণের অসাবধনাতা ও অসচেতনতাই দায়ী।

কিছু অসাধু দালাল চক্র সাধারণ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে টাকা পয়সা খেয়ে বসে দোষ হয় পুলিশের। দালালদের সেই দৌড়াত্ব থামাতেই জনসাধারণকে বার্তা দেয়ার চেষ্টা করেছি। যাতে সাধারণ মানুষ আগে থেকেই জানতে পারেন তারা যেসব সেবার জন্য থানায় আসেন তার জন্য টাকা লাগে না যোগ করেন ওসি মোহাম্মদ মিজানুর।

মির্জাপুর উপজেলার নব নিযুক্ত অফিসার ইন চার্জের এমন ঘোষণায় উপজেলার সর্বসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer