দলে সিনিয়র-জুনিয়র নিয়ে কী বার্তা দিলেন হাথুরুসিংহে?

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সাকিব আল হাসান ছাড়া দলের চার সিনিয়র ক্রিকেটার নেই টি-টোয়েন্টিতে। তাই তো সমর্থকদের চোখে এ দল তারুণ্যনির্ভর। তরুণ দল হলেও এদের মধ্যে সিনিয়র-জুনিয়র দেখার সুযোগ নেই বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বুধবার (৮ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। দলের স্পিরিট নিয়ে জানতে চাইলে হাথুরু জানান, দলের টিম স্পিরিট অনেক ভালো। সবাই ভালো খেলতে মুখিয়ে। দলে সিনিয়র ক্রিকেটার নেই। তবে এটাও ঠিক যে, দলে সিনিয়র ক্রিকেটার আছে নাকি জুনিয়র ক্রিকেটার আছে তাতে কিছু যায় আসে না। মাঠের খেলাটাই আসল।

নতুন করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার টি-টোয়েন্টি দল নিয়ে কাজ করছেন লঙ্কান এ কোচ। তাই ধারণাও নেই এই দল সম্পর্কে। তারপরও ভালো করার প্রত্যাশা তাঁর। হাথুরু জানান, আমি আজকেই শুধু টি-২০ দলটা দেখলাম। বিশ্বকাপের আগে যাত্রা কেবল শুরু হল। অনেক কাজ করতে হবে। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, আমাদের শক্তিমত্তা অনুযায়ী কোথায় কাজ করতে হবে এসব দেখতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer