দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সূচি

প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে দু’দিন হলো। পেছনে তাকিয়ে হিসেব করলে সে খেরোখাতাটা শূন্যই দেখাবে বাংলাদেশের। সাত ম্যাচের ছয়টিতেই হার, একটি মোটে ড্র। এমন পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে নিশ্চিতভাবেই চাইবে না বাংলাদেশ।

প্রথমবার যাও নবাগত আফগানদের পাওয়া গিয়েছিল সূচিতে, এবার তাও মিলছে না। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে ফলাফলে উন্নতি করতে হলে বাংলাদেশকে কঠিন পরীক্ষাই দিতে হবে।

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে যাদের মুখোমুখি হবে বাংলাদেশ-  

  • পাকিস্তানের বাংলাদেশ সফর, ২০২১
    দুই বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা বাংলাদেশ করবে পাকিস্তানের বিপক্ষে। বাবর আজমের দল আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা। এই সিরিজে চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুটো টেস্ট খেলবে দুই দল।
  • শ্রীলঙ্কার বাংলাদেশ সফর, ২০২১
    পাকিস্তানের পর বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। প্রথম সিরিজের মতো এটিও হবে দুই টেস্টের একটি সিরিজই।
  • বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, ২০২১-২২
    ঘরের মাঠে পাকিস্তান আর শ্রীলঙ্কাকে মোকাবেলার পরই বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে। সেখানে টেস্টের শিরোপাধারী কেইন উইলিয়ামসনদের মুখোমুখি হবে বাংলাদেশ। সে সিরিজে টেস্ট থাকবে দুটো।
  • বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর, ২০২১-২২
    নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশ এক মাসের একটা ছোট্ট ছুটি পাবে। তবে এরপরই ছুটতে হবে আফ্রিকায়। ২০২২ সালের মার্চে সেই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ খেলবে দুটো টেস্ট।
  • বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, ২০২১-২২
    আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে নিজেদের শেষ অ্যাওয়ে সিরিজটা বাংলাদেশ খেলবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি সূচি অনুসারে আগামী বছর জুন থেকে জুলাইয়ের কোনো সময় অনুষ্ঠিত হওয়ার কথা। আর সব সিরিজের মতো এটিও দুই টেস্টের এক সিরিজই।
  • ভারতের বাংলাদেশ সফর, ২০২২
    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ সিরিজটা বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। সেই সিরিজটাও হবে দুই টেস্টেরই। সূচি অনুসারে আগামী বছরের নভেম্বরে সিরিজটি মাঠে গড়ানোর কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer