নরসিংদীতে আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্মঃ দুর্গন্ধে দুর্ভোগ চরমে

 

নরসিংদীতে আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম করায় বিপর্যস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী। উপায়ন্তর না পেয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দিয়েছেন ঐ এলাকার ভুক্তভোগী বাসীন্দারা। চিঠির একটি কপি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও।

বিডিনিউজ ট্র্যাকারের অনুসন্ধানে জানা যায় নরসিংদির শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের পাড়াতলা গ্রামে গত ৪/৫ মাস আগে দুইটি পোল্ট্রি ফার্ম দেন একই এলাকার হেলাল উদ্দিন শামীম নামের পোল্ট্রি ফার্মের ব্যবসায়ী। এ নিয়ে শুরু থেকেই ঐ আবাসিক এলাকার প্রতিবেশীরা আপত্তি জানালেও তিনি কারও কথা না শোনে পোল্ট্রি ফার্ম দিয়ে বসেন।

শুরুর দিকে খুব বেশি অসুবিধা না হলেও যতই দিন গড়িয়েছে সমস্যা ততই বেড়েছে। অসহনীয় দুর্গন্ধের পাশাপাশি নানাবিধ রোগও ছড়ানোয় এলাকাবাসীর দুর্ভোগ গিয়ে ঠেকেছে চরমে। ফলে কোন উপায়ন্তর না দেখে পরিবেশ অধিদপ্তরের দারস্থ হন পাড়তলা গ্রামের ভুক্তভোগী মানুষ। এলাকাবাসীর আশা, বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর কার্যকর পদক্ষেপ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer