পাকিস্তানকে ২ দিনে ২ পরাজয় উপহার দিলো আফগানিস্তান

0
69

পাকিস্তানকে ২ দিনের ব্যবধানে দ্বিতীয় পরাজয় বুঝিয়ে দিয়েছে ক্রিকেটের নতুন পরাশক্তি  আফগানিস্তান।শারজায় দ্বিতীয় টি-২০ ম্যাচেও ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছিলো রশিদ খানের দল। ফলে ১ ম্যাচ হাতে রেখেই বর্তমান টি-২০ এর রানার্সআপ দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নেয় তারা।

রোববার রাতে শারজার লো স্কোরিং পিচে ফের আফগানদের বোলিং তোপের মুখে ফের খেই হারায় পাকিস্তান। তবে মিডল অর্ডারে ইমাদ ওয়াসিম এবং শাদাব খানের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩০ রানের একটা ভদ্রস্থ সংগ্রহ দাঁড় করায়। কিন্তু সেই রান টপকে যেতে ২০তম ওভারে খেলা গড়ালেও ৩টির বেশি উইকেট হারাতে হয়নি আফগানিস্তানের। এই জয়ে গেল এশিয়া কাপে নিশ্চিত জেতা ম্যাচে হারার ক্ষতে বেশ ভালে ভাবেই প্রলেপ দিলো আফগানিস্তান। টি২০ ক্রিকেটে কেন তারা বিশ্বের অন্যতম বিপদজনক দল সেটাই আরও একবার প্রমাণিত করলো।