প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গোপালগঞ্জে কুশপুত্তলিকা দাহ

0
94

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে গোপালগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলের আয়োজ করা হয়। মিছিল শেষে ছাত্রদল সভাপতির কুশপুত্তলিকা দাহ করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা কর্মীরা।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে ছাত্রদলের আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ । যেখানে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রং হেডেড হিসেবে অ্যাড্রেস করেন । বক্তৃতায় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সৎ সাহস থাকলে পারলে ছাত্রদলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন৷’ এই বক্তব্যের পর থেকেই ছাত্রীগের নেতা কর্মীরা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। প্রথম প্রতিবাদ আসে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ থেকে। সেখানেই প্রথম বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল সভাপতির কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ বিষয় বিডিনিউজ ট্র্যাকারকে দেয়া এক বিবৃতিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, ‘ছাত্রদলকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতা কর্মীরা যদি চাই কাল থেকে ছাত্রদল মাঠেই দাঁড়াতে পারবে না। সেখানে তাদের সংগঠনের একজন শীর্ষ নেতার এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কোনভাবেই মেনে নিতে পারছি না। তাকে অবশ্যই এর জন্য ক্ষমা চাইতে হবে। দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে এরকম বেয়াদব কোন ছাত্রনেতার আগমণ আগে কখনও ঘটেনি। আমরা ছাত্রদলের এই বেয়াবদবটাকে সাংগঠনিকভাবেই মোকাবেলা করতে চাই, শিষ্টাচারের শিক্ষা দিতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here