বর্ধিত সভায় যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছেন ব্যারিস্টার শেখ নাঈম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা-কর্মীদের দিক নির্দেশনা প্রদান করবেন তিনি। উক্ত বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ।

বর্ধিতে এ সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী এবং অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী। বর্ধিত এ সভাকে কেন্দ্র করে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নেতা-কর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আগামীকাল বেলা ২ ঘটিকায় প্রথমে চট্টগ্রাম দক্ষিণের বর্ধিত অনুষ্ঠিত হবে এরপর পর্যাক্রমে চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম মহনগরেরও বর্ধিত সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here