বল হাতে দুরন্ত সাইফুদ্দিন জানালেন বিশ্বকাপে চোখ আছে তারও

0
58

বল হাতে দুরন্ত নৈপুণ্য প্রদর্শন করে সাইফুদ্দিন জানিয়ে রাখলেন বিশ্বকাপে রেসে আছেন তিনিও। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করা সাইফুদ্দিনের হাতে সময় খুব একটা নাইও। কারণ এরই মধ্যে বাংলাদেশের বিশ্বকাপের জন্য সম্ভাব্য ১৫ সদস্যের একটা দল প্রায় চূড়ান্ত। সেই দলে ওপেনিং মিডল অর্ডার এবং ফাস্ট বোলার সবই চূড়ান্ত। শুধু একটা জায়গায় এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। সেটা ব্যাটিংয়ের জন্য ৭ নম্বর পজিশন। বলতে গেলে ১-৬ পর্যন্ত ব্যাটিং অর্ডার চূড়ান্তই হয়ে গেছে। তামিম – লিটন-শান্ত-সাকিব-তৌহিদ- মুশফিক। ৭ নম্বরের জন্য রেসে আছেন ইয়াসির, মাহমুদউল্লাহ, আফিফ, মোসাদ্দেক এবং সাইফুদ্দিন। আগাম কেউই বলতে পারছে না শেষমেষ কে হবেন টাইগারদের ফিনিশার।

চলতি মৌসুমের ডিপিএল এ সাইফুদ্দিনের পারফর্মেন্সই বলে দিচ্ছে ২০২৩ বিশ্বকাপ খেলার জন্য সে কতটা হার্ডওয়ার্ক করছে। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট সাথে ইকোনমি রেটও যথেষ্ট ভালো। সাইফ ফর্মে ফিরলে পেস ইউনিট আরো শক্তিশালি হবে আর নিয়মিত চার পেসার নিয়ে খেলা যাবে। সাথে তার ব্যাটিং তো আছেই। সাইফ কে দিয়ে ৭ নম্বরে পজিশনের খরা হয়তো কাটানো সম্ভব। আর একজন পেস অলরাউন্ডার দলে যোগ দিলে এশিয়া কাপের জন্য বাংলাদেশ হবে সবচেয়ে ফেবারিট দল। আর বিশ্বকাপের শিরোপার জন্য অন্যতম ফেবারিট দল হিসেবে থাকবে। দেখা যাক ঢাকা প্রিমিয়ার লিগে শুরুে ঝলক শেষ অবদি ধরে রাখতে পারেন কি না। যদি পারেন তাহলে সাইফুদ্দিনের জন্য খুলে যাবে ভারত বিশ্বকাপের দড়জাও।