বিসিএস পরীক্ষার্থীদের ভালোবাসা শেখালো পিএসসি

বিসিএস পরীক্ষার্থীদের ভালোবাসা শেখিয়েছে পিএসসি! শিরোনাম দেখে টাস্কি খেলেন? টাস্কি খাবারই মতো ঘটনা। ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার অ্যানালজি অংশে এমনই একটা সংখ্যাতত্বের প্রশ্ন আসে যেখানে মোলাতে বলা হয় ভালোবাসা বা Love এর গানিতিক মান কত! পরীক্ষার পর থেকেই এই প্রশ্নটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশ নেয়াদের মধ্য থেকে বিপুল সংখ্যক পরীক্ষার্থী এ নিয়ে ফেসবুকে পোস্ট করেন। কেউ কেউ লিখেন ভালোবাসার নতুন রূপ ১২১৫২২৫!

বিসিএস বিগত সনের পরীক্ষার রেকর্ড বলবে প্রতিবছরই এরকম ১/২ টি প্রশ্ন আসে যা পরীক্ষার্থীদের মুখে মুখে থেকে যায়। পিএসসির এই প্রশ্ন থেকে অনেকেই বুঝতে চেষ্টা করছেন জীবনে সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসা।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here