ভাইরাল আলম-ভুবন গাইলেন একসঙ্গে

হিরো আলম যেমন বিভিন্ন কারণে ভাইরাল হয়েছেন, তেমনি ভুবন বাদ্যকর ‘কাঁচা বাদাম’ গান গেয়ে ভাইরাল হন। এবার এই দুই ভাইরাল শিল্পী একসঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন। হিরো আলম কলকাতায় গিয়ে ভুবন বাদ্যকরের সঙ্গে একটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন। সেখান থেকেই তথ্যটি জানিয়েছেন তিনি।

গানের নাম ‘হাউ ফানি’। কথা লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। প্রযোজনায় যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করা হবে। সেটি নির্দেশনা দেবেন সালাউদ্দিন গোলদার।

হিরো আলম বলেন, ‘আমি কলকাতায় এসেছি ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম।’

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here