ভাষা শহীদদের স্মরণে কবি জাহিদুলের কবিতা

সাহিত্য ডেস্ক, বিডি নিউজ ট্র্যাকারঃ ভাষার মাসে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। বিডিনিউজ ট্র্যাকার পাঠকদের জন্য সে কবিতা প্রকাশ করা হলো।

কবিতার নামঃ বাংলা আমার অহংকার

ভাষার জন্য জীবন দিলেন রফিক বরকত সালাম;
মায়ের মুখের ভাষা যেন পবিত্র এক কালাম!

মধুর চেয়েও বেশি মধুর আমার মায়ের ভাষা,

জীবন দিয়ে মান রেখেছে পূরণ করে আশা

জিন্নাহর সেই দাম্ভিকতা ভেঙে করেছ চুরমার
বাংলা মায়ের দামাল ছেলে তোমরা সবাই দূর্বার!

আইয়ূব খানের রক্তচক্ষু ভয় করেনি আমার ভাই
বুকের তাজা রক্ত দিয়ে লিখেছি মোরা বাংলা তাই!

বাংলা আমার জীবন মরণ বাংলা আমার অহংকার
বাংলা ভাষায় আবেগ আমার বাংলা আমার অলংকার!

এই ভষাতেই কাঁদি মোরা এই ভাষাতেই হাসি

এই ভাষাতেই উল্লাস শত উচ্ছ্বাসেতে ভাসি!

আপনার মন্তব্য

Leave a Reply