ভুল বোঝাবুঝিতে সাদা পোশাকে র‌্যাবের সঙ্গে পুলিশের মারামারি

ভুল বোঝাবুঝিতে সাদা পোশাকে র‌্যাবের সঙ্গে পুলিশের মারামারিতে ৪ জন আহত হয়েছেন। ফেনীর পরশুরাম উপজেলার ডাকবাংলো মোড়ে ভুল বোঝাবুঝির কারণে র‌্যাব-পুলিশের মারামারিতে পুলিশের চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— পুলিশের এএসআই রেজাউল ও মো. ইব্রাহিম, পুলিশ সদস্য নুর নবী ও মাহবুব।

পরশুরাম উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইয়াছিন আলাউদ্দিন ডালিম বলেন, দুই পুলিশ সদস্য আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

স্থানীয়রা জানান, সাদা পোশাকে সুবার বাজার থেকে র‌্যাবের চার সদস্য একটি গাড়ি নিয়ে ফেনীর দিকে যাচ্ছিল। পথে পরশুরাম ডাকবাংলো মোড়ে সিগন্যাল দেয় পরশুরাম থানা পুলিশ। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় চার পুলিশ সদস্য আহত হন।

পরশুরাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কোনো মারামারির ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝি হয়েছে। র‌্যাব সদস্যরা এখন থানায় আছেন। আমরা উভয়পক্ষের সঙ্গে কথা বলছি। ফেনীর র‌্যাবের কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, আমি বিষয়টি এখনও জানি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer