মাঠে নেমেই গোল করে পিএসজিকে জেতালেন মেসি

বিশ্বকাপ ট্রফি জয়ের প্রায় ২৪ দিন পর মাঠে নেমেছেন পিএসজজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অঁজের বিপক্ষে চলতি বছরে নিজের প্রথম খেলায় গোলেরও দেখা পান বিশ্বকাপের সেরা ফুটবলার। মেসির ফেরার ম্যাচে লিগ ওয়ানে জয়ে ফিরলো ফরাসি চ্যাম্পিয়নরা। এর আগের ম্যাচ হেরেছিল লেন্সের বিপক্ষে।

পার্ক দেস প্রিন্সেসে বুধবার রাতে অঁজকে ২-০ গোলে হারায় পিএসজি। প্রথম গোলটি দেন একটিকে আর দ্বিতীয় গোলটি আসে মেসির পা থেকে।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় স্বাগতিকরা। ৫ মিনিটে ডান দিক থেকে ডি বক্সে বল বাড়িয়ে দেন মুকিয়েলে। ডি বক্সের একটু সামনে থাকা একিটিকে আলতো ছোঁয়ায় দারুণ গোলে এগিয়ে দেন।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান মেসিরা। বিরতির পর দেখা যায় মেসি ঝলক।

মাঝ মাঠ থেকে ছোট ছোট পাসে আসে পিএসঃজির দ্বিতীয় গোল। ডি বক্সে এবারও সহায়তা করেন মুকিয়েলে। ৭২ মিনিটে কোনাকুনি নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মেসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নেন মাঠের রেফারি। সেখানেও আসে সবুজ সঙ্কেত।

বিশ্বকাপ থেকেই দারুণ ফর্মে মেসি। সেটি ধরে রেখেছেন প্রায় তিন সপ্তাহ পর মাঠে নেমেই। ট্রফি উদযাপনে ব্যস্ত থাকায় মেসি যোগ দেন দেরিতে। ম্যাচের দিন ক্লাব তাকে সংবর্ধনা দেয়নি, তবে মেসিকে অভিবাদন জানিয়েছেন প্যারিসের দর্শকরা।

ম্যাচে খুব একটা পাত্তা পায়নি অঁজে। মাত্র ৩৩ শতাংশ সময় বল ছিল পায়ে। পিএসজির মুহুর্মূহ আক্রমণে বিপর্যস্ত ছিল তাদের ডিফেন্স। ১৫টি আক্রমণ করেন মেসিরা, বিপরীতে তারা করেন মাত্র ৬টি।

এই জয়ে লিগ টেবিলে জায়গা আরও পাকাপোক্ত হলো পিএসজির। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে ছয় পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে লেন্স। একই সংখ্যক ম্যাচে মাত্র ২ জয় পাওয়া অঁজের অবস্থান সবার শেষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer