মির্জাপুর বাইপাসে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

মির্জাপুর বাইপাসে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের আন্ডারপাসের উপরে সোমবার(২৩ মে) ট্রাকের চাপায় মোটরসাাইকেল আরোহী ইয়াছিন হোসেন কানন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

কানন টাঙ্গাইলের হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী এবং মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী এলাকার আমীর হোসেনের ছেলে। ওই দুর্ঘটনায় নিহতের বন্ধু শহীদুল ইসলাম(২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সোমবার সকালে ইয়াসিন হোসেন কানন তার বন্ধু শহীদুলকে নিয়ে মির্জাপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। বাড়ি থেকে তিনশ’ গজ দূরে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মির্জাপুর আন্ডারপাসের উপরে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক মোটরসাাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয় এবং শহীদুল গুরুতর আহত হন। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আজিজুল হক জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here