যাত্রাপুরে নবনির্বাচিত চেয়ারম্যানকে মোটরসাইকেল উপহার

0
63

কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এলাকাবাসীর পক্ষ থেকে উপহার পেলেন বাজাজ পালসার ১৫০সিসি মোটরসাইকেল।

মঙ্গলবার সকালে তার সমর্থক ও ইউনিয়ন বাসীর অনেকে মিলে কুড়িগ্রাম জেলা সদর থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যমানের মোটরসাইকেল উপহার দেন সমর্থক ও গনমান্য ব্যক্তির উপস্থিতিতে নির্বাচনের ৫ মাস ১৮দিন পর গেজেট প্রকাশ হওয়ার আনন্দে ইউনিয়ন বাসী ও সমর্থক মিলে নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর-কে এ উপহার দেন।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর ২০২১ সালে  তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হলেও নানা জটিলতার পর নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশ করা হয় গতকাল সোমবার।

এসময় উক্ত ইউনিয়নের বাসিন্দা ডাঃ এস, এম আব্দুল্লা আল মামুন(উজ্জল), কুড়িগ্রাম এর বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুজ্জামান জনি, যাত্রাপুরের  সমাজসেবক মোঃ সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এরশাদুল হক, মোঃ সাইদুর রহমান, ফেডারেশন চেয়ারম্যান জব্বার হোসেন, বিপুল রহমান, নজরুল ইসলাম, আজিবর রহমান, তাজুল ইসলাম, আলম মিয়া, ইসমাইল হোসেন, আবুল হোসেন,  সাবেক মেম্বার আমজাদ হোসেন, মাসুদ মিয়া প্রমুখ।

নবনির্বাচিত চেয়ারম্যান উপহার পেয়ে এলাকাবাসী ও সমর্থকদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here