যানজটে আটকা র‍্যাবের গাড়িতে ডাকাতি করতে গিয়ে আটক ৮

জানজটে আটকা র‍্যাবের গাড়ীতে ডাকাতির চেষ্টা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে র‍্যাবের গাড়িতে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মুন্সীগঞ্জের গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে র‍্যাব-১১’র সিপিসি -১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ উপ-পরিচালক এ কে এম মনিরুল আলম।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১’র একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাদা পোশাকে দুটি দলে বিভক্ত হয়ে টহল কার্যক্রম পরিচালনা করতে থাকে। একটি দল মুন্সীগঞ্জের গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় যানজটে পড়ে।

এসময় সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে ১০-১২ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে র‍্যাবের গাড়ি ঘেরাও করে। র‍্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে ধাওয়া দিয়ে ডাকাত দলের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লা জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দল। গত দুই বছরে তারা এই মহাসড়কে প্রায় ৫০টির বেশি ডাকাতি করেছে।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here