যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় অফিস পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী। রবিবার বিকেল ৩টায় ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিওতে নব নির্মিত যুবলীগের কেন্দ্রীয়  কার্যালয়ে আসেন তিনি। এসময় উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম সহ শীর্ষ নেতৃবৃন্দ।

যুবলীগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত আলোচনা পর্বে শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেন-

“বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে যুবলীগ এক অদ্বিতীয় স্থান দখল করে আছে। যুবলীগের প্রতিষ্ঠাতা নিজেও একজন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধের নায়ক। তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ রক্ষা করে কাজ করে যাচ্ছে। তাদের অফিস পরিদর্শনের জন্য আগেই আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু করোনা মহামারির জন্য উপস্থিত হতে পারিনি।”

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় অফিস পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী

এক বক্তব্যে তিনি আরও বলেন- “আমাদের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। যার উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং ভারতের যুবকদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা। যুবলীগের সাহায্যে তরুণদের দোরগোড়ায় পৌঁছা এবং ভারত ও বাংলাদেশের শিক্ষার্থী, তরুণ, ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বৃদ্ধি করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer