সম্মেলন সফল করতে আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন ব্যারিস্টার শেখ নাঈম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ ৩ টি ইউনিটের সম্মেলন সফল করতে আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
আগামীকাল বিকেল তিনটায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন। আগামী ২৮,২৯ এবং ৩০ তারিখ চট্টগ্রাম দক্ষিণ , চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে চলতি মাসের ১৩মে আসন্ন সম্মেলন সফল করতে বর্ধিত সভায় প্রধানি অতিথি হিসেবে চট্টগ্রাম সফর করে নেতা-কর্মীদের আসন্ন সম্মেলন সফল করতে দিক-নির্দেশনা দিয়ে আসেন ব্যারিস্টার শেখ নাঈম।