রামপুরায় জোরপূর্বক চিকিৎসকের বাচ্চা নষ্টের অভিযোগে আসামী গ্রেফতার
রামপুরায় জোরপূর্বক চিকিৎসকের বাচ্চা নষ্টের অভিযোগে আসামী গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। গত ২১ জুলাই খালিদ সাইফুল্লাহ তার স্ত্রী রুবাইয়া রীতিকে মারধর করে হুঁমকি ধামকি দিয়ে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক গর্ভের বাচ্চা নষ্ট করে। সে ঘটনায় গতকাল খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন রুবাইয়া রীতি। সে মামলার প্রেক্ষিতেই রোববার সাইফুল্লাহ ফরিদকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ।
উল্লেখ্য সাইফুল্লাহ ফরিদ টাকার বিনিময়ে রামপুরা থানা ছাত্রলীগে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিতে সামর্থ হলেও বিতর্কের মুখে সে কমিটি বাতিল হয়ে যায়। হত্যা ও জীবননাঁশের হুমকি দেয়ায় ভিকটিম রুবাইয়া রীতি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এক বিবৃতিতে রুবাইয়া রীতি বলেন আমি আমার গর্ভের সন্তান নষ্টের আর্থিক ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। উল্লেখ্য রুবািইয়া রীতি রাজধানীর ফরাজী হাসপাতাল এর একজন পুষ্টিবিদ ডাক্তার।