লঙ্কান দেউলিয়া না পাকিস্তানী বন্যার্ত- কাদের মুখে বিজয়ের হাসি?
এশিয়া কাপ ২০২২ এর ফাইনাল আজ। ফাইনালে মুখোমুখি হচ্ছে ৫ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। পাকিস্তান দল শেষবার এশিয়া কাপ জিতেছে ঢাকায় সেই ২০১২ সালে। ক্রিকেটপ্রেমীদের কৌতুহলের কোন কমতি নেই – কারা হাসবেন বিজয়ের হাসি? অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া লঙ্কানরা নাকি ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত পাকিস্তান। দিনশেষে যে দলেই জিতুক এই জয়টা তাদের দেশের মানুষের মুখে অসীম আনন্দের উপলক্ষ হয়েেই আসবে। সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে বিদায় করা শ্রীলঙ্কা এক অর্থে টুর্নামেন্টের সফলতম দলও। অন্তত ফাইনাল খেলার দিক থেকে। এটি তাদের দ্বাদশ ফাইনাল। পাকিস্তানকে হারিয়ে আজ তাদের সামনে ষষ্ঠ শিরোপার হাতছানি। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেদের সময়ে শেষবার (২০১৪ সালে ঢাকায়) চ্যাম্পিয়ন হয় তারা। অন্যদিকে চারবার ফাইনাল খেলে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান এর মধ্যে তিনবারই শিরোপার লড়াইয়ে সামনে পেয়েছে লঙ্কানদের। একবার জিতলেও হেরেছে দুইবার। লঙ্কানদের বিপক্ষে আজ এশিয়া কাপের চতুর্থ ফাইনাল তাদের। শুক্রবার রাতে সুপার ফোর পর্বের নিয়ম রক্ষার শেষ ম্যাচটি দুই দলের জন্যই হয়ে উঠেছিল ফাইনালের মহড়া। তাতে বাবর আজমদের ৫ উইকেটে উড়িয়ে দিয়েও ফাইনালের আগে সতর্কতায় কোনো ঘাটতি নেই লঙ্কান অধিনায়কের। কেমন হবে একাদশ? ২ ম্যাচ আগেই ২ ফাইনালিস্ট নির্ধারিত হয়ে যাওয়ায় সুপার ফোরের শেষ ম্যাচটি হয়ে যাওয়া বেঞ্চ পরীক্ষার আর নিয়মরক্ষার ম্যাচ। সে ম্যাচে পাকিস্তান কোন প্রতিদ্বন্দিতাই করতে পারেনি। তাই বলে ফাইনালও যে এক পেশে হবে তার কোন সুযোগ নেই। কারণ দলটার নাম পাকিস্তান। বিশ্বের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল। চলুন দেখে নেই ফাইনালের সম্ভাব্য একাদশ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ ১. মোহাম্মদ রিজওয়ান ২. বাবর আজম ৩. ফখর জামান ৪. মোহাম্মদ নাওয়াজ ৫. শাদাব খান ৬. খুশদিল শাহ ৭. আসিফ আলী ৮. ইফতিখার আহমেদ ৯. নাসিম শাহ ১০. হারিস রওফ ১১. মোহাম্মদ হাসনাইন
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশঃ Pathum Nissanka, Kusal Mendis(w), Charith Asalanka/Dhananjaya de Silva, Danushka Gunathilaka, Bhanuka Rajapaksa, Dasun Shanaka(c), Wanindu Hasaranga, Chamika Karunaratne, Maheesh Theekshana, Pramod Madushan/Asitha Fernando, Dilshan Madushanka সুপার ফোরের শেষ ম্যাচ পাকিস্তান ইচ্ছে করেই স্ট্র্যাটিজিকালি ভুল করেছিলো। তা হলো ৮-১৬ এই মিড ওভার ফেজে নাওয়াজ কিংবা , শাদাব খানকে নাময়নি। লঙ্কানরা এই সময়েই তাদের স্পিনারদের বেশি করে বল করাবে সেজন্য পাকিস্তান নিশ্চিতভাবেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনবে। লঙ্কানদের দলে পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। সবকিছু ছপিয়ে আজকের ফাইনালে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে চলেছে টস। সেখানে যে দলেই জিতবে তাদের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে ৮০% । আজকের ম্যাচে উভয় দলের জন্যই সিম্পল স্ট্র্যাটেজি। টস জিতো- প্রতিপ্ষকে ১৫০-১৮০ রানের মধ্যে আটকে রাখো। রান তাড়া করে শিরোপা জেতো! সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের দৃষ্টিতে কোন দল শিরোপা জিততে পারে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন।