শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতার মাসে উঠানো হয় নাই পতাকা

সিরাজগঞ্জে মহান স্বাধীনতা মাসে ইউনিয়ন পরিষদে পতাকা না তোলার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ মার্চ) দুপর ২ টার দিকে স্থানীয়দের অভিযোগসুত্রে সরেজমিনে দেখা যায়, জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদের চত্বরে পতাকা উঠানো হয় নাই। এছাড়াও উক্ত ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশ ছিল না। অনেক সেবা নিতে এসে ফিরে গেছে, এতে জন-সাধারণের পোহাতে হয়েছে ভোগান্তি।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, আজকের দিনে ইউনিয়ন পরিষদে আমি কোন পতাকা তুলতে দেখি নাই। জন্মনিবন্ধনের কাজের জন্য এসে দেখি সচিব নেই শুধু উদ্যোগতা আছে।

উদ্যোগতা খাজা মঈন উদ্দিন জানান, আমার জানামতে পতাকা উঠানো হয়েছে। পরে উদ্যোগতা ইউনিয়ন পরিষদের চত্বরে এসে দেখে পতাকা উঠানো নাই। পরে সচিবের সাথে এবিষয়ে যোগাযোগ করেন।

ইউনিয়ন পরিষদের সচিব মো: রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, সকালে পতাকা উঠানো হয়েছিল। দফাদার পতাকা নামিয়ে চলে গেছে।

বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, আমি শাহজাদপুর উপজেলায় একটা কাজের উদ্দেশ্য এসেছি। ইউনিয়ন পরিষদের উদ্যোগতা কে ফোনে কল দিয়ে বিষয় টা জেনে নিশ্চিত হচ্ছি। এরপর সাংবাদিক চেয়ারম্যান কে একাধিকবার ফোনে কলে দিলে ফোন রিসিভ করে নাই বিষয়টি এড়িয়ে যায়।

Created with Visual Composer