সারাদেশে ১১৪৯ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধ
দেশের সব অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে রোববার। তবে, অঘোষিতভাবে আজও সারাদেশে আলাদাভাবে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সবমিলিয়ে গত চারদিনে সারাদেশে এক হাজার ১৪৯টি অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।
সোমবার (৩০ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক হালনাগাদ তথ্যে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, গত চার দিনের অভিযানে ঢাকা বিভাগে মোট ২৮৬টি, চট্টগ্রামে ১৯০টি, রাজশাহীতে ১৩৫টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ১২১টি, বরিশালে ৬৫টি, সিলেটে ৩৫টি এবং খুলনায় ৩০৩টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।
এর আগে রোববার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর তিন দিনে ৮৮২টি অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের তথ্য জানিয়েছিল।