সার্জারি নিয়ে যা বললেন সাফা কবির

সাফা কবির বাংলাদেশের অন্যতম আলোচিত মডেল। সম্প্রতি সাফা কবিরকে নিয়ে একটি খবর ভাইরাল হয় যেখানে দাবী করা হয় যে সাফা কবির নাক ও ঠোটের সার্জারি করিয়েছেন। খবরটি নিয়ে সাফা কবির বেশ বিব্রত। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী সাফা কবিরের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, এই অভিনেত্রী তার ঠোঁট ও নাকে সার্জারি করিয়েছেন! এমন গুঞ্জনে বেশ চটেছেন সাফা কবির। তিনি বলেন, কদিন ধরেই দেখছি এমন একটি গুজব ছড়িয়েছে। আমি এসব নিয়ে কথা বলতে চাই না। কিন্তু দেখছি এটা বেড়েই চলেছে এবং অসত্য প্রকাশ করা হচ্ছে নানামাধ্যমে।

সাফা বলেন, আমি কোন সার্জারি করাইনি, আর করানোর কোন প্রয়োজনও নেই। মানুষ কোথা থেকে এসব পায় আমি জানি না! এতে করে আমি ও আমার পরিবার খুব বিব্রতবোধ করছি। কারও সম্পর্কে কোন কিছু না জেনে মিথ্যা রটানো তো অন্যায়।

 

 

ওই ছবি প্রসঙ্গে সাফা বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে একটা অ্যাক্সিডেন্ট করি। সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় এবং ঠোঁটে মারাত্মক ব্যাথা পাই। তখন আমার ঠোঁটে তিনটা সেলাই দিতে হয় ইনজেকশনও পুশ করতে হয়েছে। যার কারণে আমার ঠোঁট বেশ কদিন ফুলে ছিলো। এর কিছুদিন পর আমাকে একটা লাইভ করতে হয়েছিলো, সেখান থেকেই কেউ হয়তো স্ক্রিনশট নিয়ে এই কাজগুলো করেছেন। যেটা একদমই ঠিক নয়।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here