সালমা জাহান সনিয়ার কবিতা ‘নারী’

0
64

সালমা জাহান সনিয়ার কবিতা ‘নারী’। নোনাজলে চাঁদের হাসি কাব্যগ্রন্থে কবিতাটি প্রকাশিত হয়। কবিতায় কবি একজন নারীর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ব্য নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।

 কবিতাঃ নারী
সালমা জাহান সনিয়া


পিছিয়ে নেই তুমি আজ সবার সম্মুখে!
এক এক করে সামনে এলে তুমি গোটা জগৎ নাড়া দিয়ে।
ছিলে তুমি অন্ধকার কুটিরে।
ঝলকানিতে ভরিয়ে দিয়ে এলে পথ সুদূর করে।
আজ তুমি জগতের একাংশ!
তোমার অবদানে পেলো জগৎ আলোর সন্ধান।

তুমিই সুপ্ত আলো,
তুমিই দীপ্ত প্রভাত,
তুমি আলোর সন্ধানী,
তুমিই এক মুঠো সুখ।
তোমাতেই জড়ো হয় সকল আশা,
তোমাতেই দূর হয় যত সব হতাশা।
তোমাতে ফিরে আসে নতুন প্রাণ,
নারী তোমার হাসি অটুট থাকুক চির অম্লান।
এ ধারার যত গান আজ জুড়ে তোমার গুনগান,
দীপ্ত কণ্ঠে আগমন ঘটে মনে করে তোমার অবদান।

এগিয়ে যাও তুমি লক্ষ্য রেখে স্থির,
তোমার আলোয় আলোকিত হয়ে উঠুক জগতের প্রতিটা নীড়।
হতাশার ছায়া যেনো আড়ালে সরিয়ে না দেয় তোমার আশা,
চূর্ণ করে গড়বে নতুন পথ মনে আনবে না কোনো হতাশা।

তোমার কণ্ঠ দীপ্ত হোক
জগৎ জুড়ে জয়গান হোক হে নারী তোমার,
পৃথিবীর একাংশ হয়ে
আলো ফুটিয়ে তোলো মনের মাঝে সবার।

তুমিই প্রথম যার স্থান হলো স্বয়ং বিধাতার দরবারে,
তুমিই প্রথম যার আগমন ঘটেছিল জনতার মনে,
নারী তুমি সুপ্ত এক টুকরো লাভা!
আলোকিত হোক গোটা জগৎ তোমার আলোর পরশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here