সালাহ্উদ্দিন হাজরার কবিতা ‘আটকে থাকা যুগ’
সালাহ্উদ্দিন হাজরার কবিতা ‘আটকে থাকা যুগ’ । জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রথম প্রকাশিত হয়। পাঠকদের জন্য কবিতাটি তুলে ধরা হলো।
আটকে থাকা যুগ
মোঃ সালাহ্উদ্দিন হাজরা
কাদা মাটির শরীরে ছাপ পড়েছে
ছাপ পড়েছে কচি মনের ডগায়
পুড়ে পুড়ে দেয়ালিকা
শৈশব কৈশোরের ঠাঁই
খোদাই করা রঙ্গমঞ্চের কারুকার্য
জীবন চলার নিশানা
দাঁড়িয়ে থাকা কঙ্কাল শরীর
শতাব্দীর নুয়ে পড়া মানব বৃক্ষ..
চোখের দৃষ্টিতে লুকিয়ে আছে
একাত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা
স্মৃতির অ্যালবাম আজও সতেজ
কথা বলে জ্বলজ্বল চোখে
লতাপাতা খেয়ে আজও দাঁড়িয়ে
শতাব্দীর নুয়ে পড়া মানব বৃক্ষটি
কয়েক প্রজন্মের জীবন্ত খুঁটি..
তাকে দিয়ে মাপা যায় একাল-সেকাল
মাপা যায় অভিজ্ঞতা জ্ঞান
শরীর স্বাস্থ্যের বার্তা বাহক
মাটির শক্ত খুঁটি মানব বৃক্ষটি
সভ্যতার এক মেলবন্ধন
জীবন ঘানির আদান-প্রদান
চাক্ষুষ সেলুকাস…
সময়ে উত্তীর্ণ মাটির কঙ্কাল কপালের ভাঁজে
আটকে আছে ফেলে আসা যুগের আমলনামা
জীবনের ডায়েরি পাণ্ডুলিপি
অধ্যয়ন করলে খোঁজ মিলে
হারোনো প্রজন্মের কীর্তি
হাতের লাঠিতে ভর করে পথ খুঁজে
ফেলে আসা দিনগুলোর।।