সিরাজগঞ্জে মশার কয়েল ও জুট জালিয়ে পোড়ানো হচ্ছে ইট

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইট ভাটায় কয়েল ও জুট জালিয়ে পোড়ানো হচ্ছে ইট। সরেজমিনে দেখা যায়, রায়গঞ্জ সরকার ব্রিকস ভাটায় কয়লার বদলে মশার কয়েল ও জুট কাপড় জালিয়ে ইট পোড়ানো হচ্ছে। ইট পোড়াতে কাপড়ের জুট,নিম্নমানের মশার কয়েল ব্যবহার করায় সৃষ্টি হচ্ছে মারাত্মক বায়ু দুষন। সাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী ও নষ্ট হচ্ছে ফসল। বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না ফলে পরিবেশগত বিপর্যয়সহ জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে।

রায়গঞ্জ ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও সরকার ইট ভাটার মালিক এ বিষয়ে জানার জন্য ফ শোভন সরকার ফোন রিসিভ করে নাই।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ওয়েস্টেজ মশার কয়েল,জুট, ও কাঠ জালিয়ে ইট পোড়ানো হলে বিষাক্ত ধোয়ায় তাপমাত্রা বাড়বে এতে অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে ফলে ফসলের ক্ষতি হবে।

পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ আব্দুর গফুর এ বিষয়ে কোন বক্তব্য দেয় নাই।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা বলেন, এসমস্ত জালানি ব্যবহার করা অন্যায়। সরকার ব্রিকস এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিবো।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here