সোমবার থেকে সর্বাত্মক লকডাউনে মাঠে নামছে সেনাবাহিনীও

সারাদেশে সোমবার (২৮ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কঠোর লকডাউন’ দিচ্ছে সরকার। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নামবে পুলিশ, র‌্যাব, বিজিবি। একই সঙ্গে মোতায়েন থাকতে পারে সেনাবাহিনীও। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল শনিবার প্রজ্ঞাপন জারি করা হবে। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার ২৮ জুন ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer