হারুন অর রশিদের নতুন কবিতা- আমাকে দিয়ো শেষ অঞ্জলি

কবি হারুন অর রশিদ

কবি হারুন অর রশিদ হীরার নতুন কবিতা আমাকে দিয়ো শেষ অঞ্জলি প্রকাশিত হয়েছে। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রকাশিত হয়। কবিতাটিতে মৃত্যুর সময়কালে কবি তার কিছু অব্যক্ত ইচ্ছের কথা প্রকাশ করেছেন।

আমাকে দিয়ো শেষ অঞ্জলি
হারুন অর রশিদ হীরা

আমার শেষ শয্যায় শিয়র পাশে
রেখে দিয়ো এক থোকা বরফের ফুল
শেষ নিঃশ্বাসের সাথে সাথে
নিঃশেষ যেন হয় গলে গলে গিয়ে।

আগরবাতির জ্বেলো না সেদিন
পারলে জ্বেলো এক রক্তাক্ত মৃগনাভ
তা থেকে বেরুবে মায়াবী ঘ্রাণ আর
হরিণীর ব্যথা-মোথিত টকটকে লাল সুখ।

জল নয় ঘন কালো মেঘ দিয়ে
করিয়ো শেষ স্নান
মেঘ হওয়ার বড্ড সাধ ছিল
সে সাধ মিটিয়ো শেষটায়।

হলুদ রং বড় প্রিয় ছিল তাই
সাদা কাফনের বদলে দিয়ো
কোন বসন্তে পড়া প্রেয়সীর বাসন্তী শাড়ি
আজন্ম অন্ধকারে বন্দি আমি
মৃত্যুতে যার মিলেছে মুক্তি
তারে মাটির কবরে বন্ধ কোটরে
আবার করো না বন্ধি।

জ্বালিয়ে দিয়ো না মৃতদেহটাকে
মন তো পুড়ে পুড়ে রাখ হয়েছে আগেই
সম্ভব হলে মিশিয়ে দিয়ো হাওয়ায়
নয়তো ভাসিয়ে দিয়ো জলে।

০১-০৪-২০২২

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here