৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাবর আজমের দল

৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাবর আজমের দল।  ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে পাকিস্তান। তাও ২টি তিনটি নয় ৬ টি! ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড গড়া বাবর আজম নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করার সুযোগ পাবেন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। অন্যদিকে জিম্বাবুয়ের জন্য সিরিজটি বিশ্বকাপ বাছাই পর্বের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সিরিজ। এখানে ভালো করতে পারলে মহা গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই পর্বে ভালো করার আত্মবিশ্বাস পাবে তারা। যেখানে সাবেক ২ বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মত দলও রয়েছে। ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ জিম্বাবুয়ে এবার হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে ভারতের মাটিতে অনিষ্ঠত হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলতে চায়। সেক্ষেত্রে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ কিংবা শ্রীলঙ্কার যেকোন এক দলকে বাদ পড়তে হবে। কাজটি মোটেও সহজ হবে না জিম্বাবুয়ের জন্য।  ১০ দলের সে বাছাই পর্বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, নেপাল, আরব আমিরাতের মত দলও রয়েছে।

জিম্বাবুয়ে বনাম পাকিস্তান একদিনের সূচি
১ম ম্যাচ:  ১৭ মে তাকাশিঙ্গা ক্রিকেট ক্লাবে
২য় ম্যাচ: ১৯ মে হারারে স্পোর্টস ক্লাবে
3য় ম্যাচ: ২১ মে হারারে স্পোর্টস ক্লাবে
৪র্থ ম্যাচ: ২৩ মে হারারে স্পোর্টস ক্লাবে
৫ম ম্যাচ: ২৫ মে হারারে স্পোর্টস ক্লাবে
৬ষ্ঠ ম্যাচ: ২৭ মে হারারে স্পোর্টস ক্লাবে

Created with Visual Composer