কুড়িগ্রামে নেতা ও শিক্ষক মিন্টুর হাত-পা কর্তন মামলায় মূল আসামী সহ ৪ জন গ্রেফতার

0
21

আল মামুন উজ্জল, কুড়িগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার। আলোচিত ওই ঘটনার ২৭ দিন পর মূল আসামী গ্রেফতার হলো। পুলিশ জানায় বাধনসহ তিন জনকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে আটক করা হয়। আরেকজন গ্রেফতার হয় কুড়িগ্রাম সদর উপজেলা থেকে। এর আগে আল আমিন শুভ নামে আটক আরেক আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে জেলহাজতে পাঠান আদালত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল বি মাহমুদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার প্রমুখ।

কুড়িগ্রাম জেলা পুলিশের প্রেস ব্রিফিং শেষে চাঞ্চল্যকর এ মামলায় মূল আসামিসহ গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মেহেদী হাসান বাঁধন (৩০), মো. রশিদ মিয়া (৩৫), মাজহারুল ইসলাম মনোয়ার (৩০) ও আল আমিন আহম্মেদ শুভ (২৬) প্রমুখ। মামলায় অপর আসামিদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আসামি গ্রেফতার কার্যক্রম শেষে স্বল্প সময়ের মধ্যে আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

আপনার মন্তব্য