বাংলা নববর্ষের দিনে কাবিল সাদির কবিতা ‘নতুন বছরের চাওয়া পাওয়া’

নতুন বছরের চাওয়া পাওয়া

কাবিল সাদি

বছরের পর বছর এসে বয়স যাচ্ছে বেড়ে
পুরানো নতুন,নতুন-পুরানে হিসেব নিচ্ছি ঝেরে।
উঠানের সে ছোট্ট কামিনি আজ ডাল-পালা ছেড়ে বুড়ু
ফুল-ফল দিয়ে নিস্তেজ আজ ভুলে গেছে তার শুরু।

যাকে দেখেছি সেদিনের ছেলে,আজ সে ছেলের পিতা
যারে দেখিলাম নববধূ রুপে তারও আজ দুই দুহিতা।
পহেলা বোশেখ,নাগরদোলা,গ্রামে গ্রামে কত মেলা
মুড়ি,মুড়কি,মিঠাই-সন্দেশ আজ সব অবহেলা।

ফসলের গোলা,কৃষাণের বাড়ি,আনন্দ উৎসব
ধর্ম,বর্ণ,গোত্র ভুলিয়া এক হয়ে যেতো সব।
গ্রাম যেন আর গ্রাম নেই আর পিচডালা পথে হাটি
সোফা চেয়ারের মোড়লের বাড়ি,নেই সে ধানের আটি।

বড় বড় গাছ নেই আর মাঠে,নেই সেই শালবন
বনসাই নামে শোপিছে তারা,সৌখিনে ভরা মন।
তলিয়ে গেছে নগর সমাজ উচু দালানের নিচে
আকাশ,তারা,চন্দ্র-সূর্য মরছে নাভিশ্বাসে।

আকাল কমেছে,কমেনি ক্ষুধা রাস্তায় ভুখা কাদে
আর কত চাই,কার কত কিছু, যাচ্ছে মানুষ চাঁদে।
কত বসন্ত হচ্ছে আজো কি জানি কত কী নামে
সেই বসন্তের ফুল ফুটে নাকি জীবনের কত দামে।

নতুন বছরে চাইনা এসব ধোয়ে মুছে যাক জরা
নতুন শ্বাসে প্রাণীরা বাচুক,হাসুক বসুন্ধরা।
সুখে থাক তারা,ফুল ও পাখিরা নতুন সুর্য পেয়ে
নব পল্লবে বৃক্ষ হাসুক,কোকিল উঠুক গেয়ে।

হাসুক পৃথিবী বাচুক জীবন দু:খ বেদনা ভুলে
ভরিয়া উঠুক মানব জীবন শস্য, ফল ও ফুলে।
প্রার্থনা করি ওহে দয়াময়, নিরাপদ রাখো ধরা
আজ থেকে হোক নতুন জীবন, নতুন বসুন্ধরা।

লেখক: নাট্যকার ও কলামিস্ট।