আমিনুর রহমান নূরের নতুন কবিতা ’নীল শাড়ী’

আমিনুর রহমান নূরের নতুন কবিতা নীল শাড়ী। নীল শাড়ী কবিতাটি আসলে নীল শাড়ীর প্রতি কবির বিমেষ দূর্বলতার বহিঃপ্রকাশ। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য কবিতাটি প্রকাশ করো হলো।

নীল শাড়ী
– আমিনুর রহমান নূর


নীল শাড়ীর ভাঁজে এলো মেলো কেশে তোমায় যতো বার দেখি ততবার প্রেমে পরি ।
শাড়ী আঁচল হাতের মুঠোয় করে দক্ষিণা হাওয়াতে দাড়িয়ে ছিলে এক গুচ্ছ নীল চুড়ি পড়ে।
হাওয়া যেন ধমকে গিয়েছিল তোমার অপরূপ সৌন্দর্যের এলো মেলো কেশের দোল দেখে।

বিকেল যেন তার বর্ণ হারালো তোমার বর্ণ দেখে।
মায়াবি কাজল কালো চোখ দেখে প্রকৃতি যেন তার সকল সাজ তোমায় উপহার দিলো।

আমি মুগ্ধ হয়ে দেখছি সেদিনের সেই রাঙ্গানো বিকেল,তোমার রুপের কাছে যেন তারা ছন্নছাড়া।
আমি সেদিন তোমার নীল শাড়ির ভাঁজে লুকিয়ে থাকা প্রতিটি দোলে শুধু একেছি ভালোবাসার আল্পানা।

আমার কল্পনার সারি যেন তোমার ভালোবাসা আলিঙ্গন করে হারিয়ে যেতে চায়।
ভালোবাসার নীল দিগন্তে বিনোনদিনী।

কবিতা: নীল শাড়ী
কবি: আমিনুর রহমান নূর

Created with Visual Composer