নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : জাপান
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি। তিনি বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়। এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে যারাই ক্ষমতায় থাকুক জাপান বাংলাদেশের সঙ্গে কাজ করবে।
এক প্রশ্নের জবাবে জাপানের রাষ্ট্রদূত বলেন, প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী জাপান। এ লক্ষ্যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রতিরক্ষা সরঞ্জাম সহায়তা নিয়ে আলোচনা চলছে।
তবে কোন কোন সরঞ্জাম দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, এ সফরে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন।
এক প্রশ্নের উত্তরে জাপানের রাষ্ট্রদূত বলেন, শেখ হাসিনা জাপান সফরের আগে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক কৌশল (আইপিএস) ঘোষণা করেছে। বাংলাদেশের আইপিএসের সঙ্গে জাপানের আইপিএসের অনেক সামঞ্জস্য রয়েছে। এর ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে উভয় দেশ আগামীতে একযোগে কাজ করতে সক্ষম হবে। তিন দেশ সফরের অংশ হিসেবে ২৫-২৮ এপ্রিল প্রথমে জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।