গায়ানার প্রভিডেন্ট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৩ রান তোলে গায়ানা। অষ্টম ওভারে দলীয় ৫৬ রানে দ্বিতীয় উইকেট পতনের পর মাঠে নামেন সাকিব।
১৫তম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সুনিল নারাইনের বলে স্টাম্পিং হওয়ার আগে খেলেন ২৫ বলে ৩৫ রানের ইনিংস।
১৪০ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ছিল ৪টি চার ও ১টি ছয়। গায়ানার ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।সর্বোচ্চ ৪২ বলে ৬০ রান করেন রহমানউল্লাহ গুরবাজ।
ব্যাটিংয়ের পরে বল হাতেও ছন্দে ছিলেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার। পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে এসে ভাঙেন ত্রিনবাগোর ওপেনিং জুটি, এলবিডব্লুর ফাঁদে ফেলেন ১৭ বলে ১৩ রান করা টিম সেইফার্টকে।
এরপর ফেরান আন্দ্রে রাসেল (৮ বলে ১২) আর নারাইনকে (১২ বলে ১৯)। মাঝে রান আউট করেন নিকোলাস পুরানকে। সাকিবের পাশাপাশি গায়ানার হয়ে দুটি করে উইকেট নেন জুনিয়র সিনক্লেয়ার ও ইমরান তাহির।ম্যাচ শেষে সাকিব বলেছেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে খুশি। প্রথম দুই ম্যাচে ভালো করতে পারিনি। আজ রাতটা ছিল আমার। ’