প্রেস বিজ্ঞপ্তিঃ  অদ্য ১২/০২/২০২১খ্রিঃ বিকাল ১৫.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক
সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের
কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় মাননীয় পুলিশ
সুপার, ব্রাহ্মণবাড়িয়া তাঁর বক্তব্যে বলেন একজন মহিলাকে যদি প্রশ্ন করি
আপনি আপনার ছেলের জন্য কোন ধরণের পাত্রী চান? তিনি বলবেন ভাল একজন পাত্রী
চাই, যার শিক্ষা আছে, ভদ্রতা জানে পরিবারের সাথে মিলেমিশে চলতে পারে।
আরেকজন পুরুষকে জিজ্ঞাসা করলে আপনি মেয়ের জন্য কোন ধরণের পাত্র চান,
তাহলে আপনি বলবেন একজন ভদ্র, খারাপ পথে চলে না, যে আপনার মেয়েকে কোন
ধরনের কষ্ট দিবে না। আজকে যারা এখানে বসে আছেন এখানে সবাই আজকে পাত্র আর
পাত্রী। আপনারা নিজেদের জিজ্ঞাসা করেছেন আপনারা পাত্র এবং পাত্রী হিসেবে
কতটা যোগ্য। আগামী ২৮ তারিখ পর্যন্ত আপনারা আচরণ বিধি মেনে চলবেন। লোভ
লালসা, ক্ষমতা, দাপট দিয়ে কোন ভোটারকে আকৃষ্ট করতে পারবেন না। যেখানে
আপনারা আচরণ বিধি ভোটারদের শিখানোর কথা সেখানে আপনাকে শিখাতে হবে কেন।
নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন থেকে যে আচরণ বিধি দেয়া
হয়েছে তা মেনে চলবেন। কোন পেশি শক্তি দিয়ে ভোট দেয়া চলবে না। যারা
নির্বাচন আচরণ বিধি মেনে চলবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই স্থানে একাধিক প্রার্থী একসাথে পথসভা করতে পারবে না।

আপনার মন্তব্য