পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে

0
73

বিডিনিউজ ট্র্যাকারঃ টানা দ্বিতীয় বারের মত পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে পড়েছে। এর আগে ২০২০ সালেও একই দিনে হয় বছরের আলোচিত দিবস দুটি। তার আগে একটা রীতি ছিলো ১৩ ফেব্রুয়ারিতে পহেলা ফাল্গুন আর ১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস।

একুশ ফেব্রুয়ারিসহ অন্যান্য জাতীয় দিবস, রবীন্দ্র জন্মজয়ন্তী, নজরুল জন্মজয়ন্তীর প্রতিষঙ্গী বাংলা তারিখ ঠিক রেখে বাংলা পঞ্জিকা সংশোধন করছে সরকার। ২০১৭ সাল থেকে সংশোধিত বর্ষপঞ্জি চালু করা হয়। সংশোধিত এই বর্ষপঞ্জিকা অনুসারে আগের মতোই ১৪ এপ্রিল থেকেই বাংলা বর্ষ গণনা শুরু হবে।

সেই হিসেবেই হয়ত এখন থেকে পহেলা ফাল্গুনও ১৪ ই ফেব্রুয়ারিতেই হবে।

আপনার মন্তব্য