মেসির হ্যাট্রিকে সেভেন আপ স্মৃতি ফিরিয়ে আনলো আর্জেন্টিনা

লিওনেল মেসির চোখ ধাঁধানো হ্যাট্রিক আর মনমাতানো ফুটবল প্রদর্শনীতে সেভেন আপ স্মৃতি ফিরয়ে এনেছে আর্জেন্টিনা।  প্রথমার্ধেই ৫ গোল করা আর্জেন্টিনার সুযোগ ছিলো আরও বড় ব্যবধানে জেতার। কিন্তু আর্জেন্টিনা জিতলো ঠিক ৭ গোলেই! ফুটবলে ২০১৪ সাল থেকেই ৭ একটি বিশেষ সংখ্যা।  বিশ্বের যেকোন প্রান্তে কোন দল ৭ গোল করলেই তাই সেভেন আপ সেভেন আপ রব উঠে যায়।

জাদুকরী ফুটবলে মুগ্ধতা ছড়ালেন লিওনেল মেসি। দেশের প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করলেন আন্তর্জাতিক ফুটবলে গোলের তিন অঙ্ক। সেখানেই না থেমে উপহার দিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আগ্রাসী ফুটবলে পুঁচকে কিরাসাওকে গোল বন্যায় ভাসাল কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

সান্তিয়াগো দেল এস্তেরোর মাদ্রে দে সিউদাদেসে বাংলাদেশ সময় বুধবার সকালে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। তাদের অন্য চার গোলদাতা নিকোলাস গনসালেস, এনসো ফের্নান্দেস, আনহেল দি মারিয়া ও গনসালো মনতিয়েল।

সংক্ষিপ্ত ম্যাচ পরিসংখ্যানঃ

আরও পড়ুন > আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশ

Created with Visual Composer