রেজাউল করিম রোমেলের কবিতা ‘বোলবো না ফিরে এসো’

রেজাউল করিম রোমেলের একটি কবিতা ‘বোলবো না ফিরে এসো’। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রথম প্রকাশিত হয়।

বোলবো না ফিরে এসো
রেজাউল করিম রোমেল


যদি যেতে চাও যেতে পারো,
বোলবো না ফিরে এসো।
যে যেতে চায় তার পথে
বাঁধা হয়ে দাঁড়াব না কখনো!

যত ব্যাথা পাই, নীরবে সইব।
তবু কেন এ অশ্র ভেজা চোখ?
ভুলতে বোলো না আমায়,
শুধু শুধু ভাল থাকার মিথ্যে অভিনয়।

তোমাকে মনে পড়বে আনমনে কোনো ক্ষণে।
তোমাকে মনে পড়বে বিকেলে
কফির টেবিলে কোনো এক মুহূর্তে।
তোমাকে মনে পড়বে যখন
হাজারো তারার মাঝে উঁকি দেবে চাঁদ।

তোমাকে মনে পড়বে
নিঝুম রাতে জোনাকির আলো আঁধারির খেলাতে।
মিথ্যে মৌহে ভেসে যেতে পারিনি অস্তিত্বের প্রশ্নে,

হতাশার চাদর সঙ্গী হলেও।
যেতে চায়লে যেতে পারো বলবো না ফিরে এসো।
যে যেতে চায়, তার পথে
বাঁধা হয়ে দাঁড়াব না কখনো!


রেজাউল করিম রোমেল।

আপনার মন্তব্য

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here