বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের চলতি বছরের সবগুলো ম্যাচে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ইংল্যান্ড সিরিজ শেষে এবং আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সকিব আল হাসান, লিটন কুমার দাস এবং মোস্তাফিজুর রহমান এনওসি নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে বিসিবির কাছে আবেদন করেন। সে আবেদনে নাজমুল হাসান পাপনের বিসিবি সবকিছু চিন্তা ভাবনা করে অনাপত্তিপত্র দিয়ে দেন। কারণ চলতি বছরেই ভারতের মাটিতে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই দিকটার কথা বিবেচনা করেই মূলত একসাথে দলের সেরা তিন তারকা ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেয় বিসিবি।  বিশ্বকাপের ভেন্যুগুলোতে খেলে যে অভিজ্ঞতা ও ধারণা পাবে সেটা দলের সাথে শেয়ার করতে পারলে সেটা বাংলাদেশের জন্যই ভালো হবে। বিসিবির দায়িত্বশীল সকলের একই অভিমত। যে কারণে আয়ারল্যান্ড সিরিজের সবগুলো ম্যাচ না খেলেই আইপিএল খেলতে দেশ ছাড়বেন সাকিব, লিটন ও মোস্তাফিজ। এখানে আরও একটা সুফল আছে। একাদশের নিয়মিত ৩ জন না থাকায় বেঞ্চে থাকা খেলোয়াড়দেরকেও একটু পরখ করার সুযোগ পাবে বাংলাদেশ দল।

আপনার মন্তব্য