উইকেটের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফির নেতৃত্বে চার ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের নবম আসর মাঠে গড়ানোর আগেই শুরু হয় নানা বিতর্ক। তবে মাঠের ক্রিকেট বেশ ভালো হচ্ছে বলে দাবি করলেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

 আগের আসরগুলোর চেয়ে মিরপুরের উইকেট বেশ ভালো। আর তাই মাঠের ক্রিকেট ভালো হচ্ছে বলে মনেকরেন মাশরাফি। মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ডমিনেটরসের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ম্যাশ বলেন, ‘উইকেট ভালো হলে খেলা সহজ হয়। এমনিতে উইকেট তো চট্টগ্রামে গেলেই শুধু ভালো পাওয়া যায়। (মিরপুরে) এমন উইকেট তো পাওয়া যায় না। তিন দিন যে উইকেট দেখলাম, দারুণ উইকেট। এমন উইকেট হলে কিছু ক্রিকেটার আমরা তৈরি করতে পারব। এটা খুব ভালো দিক যে এত সমালোচনার মধ্যেও মাঠের খেলাটা ঠিক আছে।’

আম্পায়ারিং বিতর্ক এড়াতে আম্পায়ারদের সাহসী সিদ্ধান্ত নিতে হবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘দিন শেষে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আম্পায়ার যদি তার মান ওপরে নিতে না পারেন, এটা তার ব্যাপার। বাইরে থেকে আম্পায়ার আনা যায়। কিন্তু আমি বলব, আমাদের আম্পায়ারদেরও সুযোগ দিতে হবে। তারা এখন থেকে যদি কিছু শেখে, তাহলে ভালো। কিছু ভুল সিদ্ধান্ত হবেই, এটা স্বাভাবিক। যেহেতু স্নিকো বা অন্যান্য কিছু নেই। আমার কাছে মনে হয়, কিছু সাহসী সিদ্ধান্ত যদি নেওয়া যায় মাঠে, যে রকম আমরা বাইরে দেখি বা আন্তর্জাতিক ম্যাচে, সে রকম স্ট্যান্ডার্ড সেট করতে হলে আম্পায়ারদেরও কিছু পদক্ষেপ নিতে হবে।’

আপনার মন্তব্য