কবি নির্মল কুমার রায়ের একগুচ্ছ কবিতা

0
170

কবি নির্মল কুমার রায়ের একগুচছ কবিতা প্রকাশিত হয়েছে। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাগুচ্ছ প্রকাশিত হয়। কবিতা দু’টোর নাম আলিঙ্গন ও জানালা।

  আলিঙ্গন
-নির্মল কুমার রায়


প্রেম যদি যেতে বলে,
তখন ভালোবাসায় দুর্ভিক্ষ হলেও
আমি মুখোমুখি দাঁড়াবো
তোমার।

আঙ্গুলে জড়াবো আঙ্গুল। ঠোঁটে রাখবো
ঠোঁট। হৃদয়ে হৃদয়
পেতে আলিঙ্গন করবো, কতোটা

উষ্ণতা তোমার ছুঁয়ে দিল
আমায়!

এরপর
মাছরাঙা প্রেমে তোমার বিভোর হবো।

  জানালা
-নির্মল কুমার রায়


তুমি সেই বেধক কুড়েঁঘর।
হেলানো চাঁদ।

তোমার আবহাওয়ার বাঁকে বাঁকে নিখুঁত
জলসাঘর।
সারি সারি হাওয়া।

ছুঁতে গেলেই
দূরের আকাশ হয়ে ওঠে।
অথচ—আমাদের দেহপোড়া ছাই;
ঈষদুষ্ণ ধ্যানে অভ্যস্ত হতে হতে
ভোরের জানালা হয়ে ওঠে।

আপনার মন্তব্য