তরুণ উদীয়মান কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা মানুষ বদলায়। দারুনসব বাস্তবতা আর মর্মস্পর্শী কথায় পাঠক হৃদয় ছুঁয়ে গেছে তাঁর এ কবিতা।

মানুষ বদলায়-
কারণে অকারণে বদলায়;
মোহের কাছে বদলায়!
দ্রোহের কাছে বদলায়!

মানুষ বদলায় –
শোকে পাথর হয়ে বদলায়
সুখে বিভোর হয়ে বদলায়!

মানুষ বদলায় –
সুদিনের বাতাস পেয়ে বদলায়
দুর্দিনের আকাশ দেখে বদলায়!

মানুষ বদলায়-
লোভের কারণে বদলায়,
ক্ষোভের কারণে বদলায়!

                                                   অভাবের কারণে বদলায়

                                                   স্বভাবের কারণে বদলায়

সবকিছু পেয়ে বদলায়
সবকিছু হারিয়ে বদলায়!
বিশ্ব পেয়ে বদলায়,
নিঃস্ব হয়ে বদলায়!

মানুষ বদলায়-
বিশ্বাস হারিয়ে বদলায়
নিঃশ্বাস ছাড়িয়ে বদলয়!

মানুষ বদলায় –
ধোকা খেয়ে বদলায়
বোকা হয়ে বদলায়,

সময়ে অসময়ে বদলায়

কালে অকালে বদলায়!
সকালে বিকালে বদলায়!

আপনার মন্তব্য